Charyapada : Description | Part- I - NETSETBANGLA

NETSETBANGLA

Welcome to NETSETBANGLA, your number one source for UGC NET, WBSET preparation.

New

Post Top Ad

Your Ad Spot

25 Jan 2020

Charyapada : Description | Part- I


Charyapada



চর্যাগীতি: শব্দের তালিকা ও তার অর্থ


১। লুইপাদ


[টীকাকার মুনিদত্তের মতে আদি সিদ্ধাচার্য, তিব্বতী তালিকাতেও প্রথমে নাম। দ্বিতীয় সরহ বা শবরীপাদ-এর শিষ্য। তারানাথের মতে চতুর্থ সিদ্ধাচার্য, ‘মৎস্যান্ত্রাদ’ নামেও পরিচিত ছিলেন। হরপ্রসাদ শাস্ত্রীর মতে ইনি বাঙালি।]
অন্যান্য রচিত গ্রন্থ: ‘শ্রীভগবদভিসময়’, ‘অভিসময়বিভঙ্গ’, ‘বুদ্ধোদয়’, ‘বজ্রসত্ত্বসাধন’।


পদ সংখ্যা: , রাগ- পটমঞ্জরী। কাআ তরুবর পঞ্চবি ডাল। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) সঅল সমাহিঅ কাহি করিঅই।

উল্লেখযোগ্য শব্দ: বি- নির্দেশক প্রত্যয়; ভিড়ি- ঘেঁষে বা সংলগ্ন হয়ে; বেণি- দুই।


পদ সংখ্যা: ২৯, রাগ- পটমঞ্জরী। ভাব ন হোই অভাব ণ জাই। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) কাহেরে কিষ ভণি মই দিবি পিরিচ্ছা।
                  উদক চান্দ জিম সাচ ন মিচ্ছা।।

উল্লেখযোগ্য শব্দ: বঢ়- বোকা বা মুর্খ; দুলক্‌খ- দুর্লক্ষ্য; তিঅধাএ- অনুমান করা যায়; জাহের (এর- সম্বন্ধ বিভক্তি); বখাণী- ব্যাখ্যাত; কাহেরে (এরে- কর্ম বিভক্তি)।



২। কুক্কুরীপাদ

[তাঞ্জুর তালিকার তাঁর নাম আচার্য কুক্কুরীপাদ কুকুরাজ বা কুক্কুররাজ‘গুহ্যার্থধর ব্যুহ’ নামে তিনি বজ্রসত্ত্ব, বৈরোচন, বজ্রহেরুক, পদ্মরত্নেশ্বর প্রভৃতির সাধন-সংক্রান্ত গ্রন্থ রচনা করেছেন।]


পদ সংখ্যা: , রাগ- গবড়া। দুলি দুহি পিটা ধরণ ন জাই। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) রুখের তেন্তলি কুম্ভীরে খাঅ। আ) সুসুরা নিন্দাইআ বহুড়ী জাগঅ।

উল্লেখযোগ্য শব্দ: দুলি- মাদী কচ্ছপ; কুম্ভীরে (কুম্ভির+এ অনুক্ত কর্তায় করণবিভক্তি); কা- কস্য > কস্‌স > কাস > কাহ > কা; গই (গম্‌+ক্ত); ভইলে (অসমাপিকা ক্রিয়া)।



পদ সংখ্যা: ২০, রাগ- পটমঞ্জরী। হাঁউ নিরাসী খমণ ভতারি। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) নব জৌবণ ভইলেসি পূরা।

উল্লেখযোগ্য শব্দ: নিরাসী- আসক্তিহীন; মোহোর (মোহ+র সম্বন্ধবিভক্তি); বিগোআ- অনুভব; অন্তউড়ি- আঁতুড় ঘর; বাহাম- বহন করি; বায়ূড়া- বায়ুবৎ অদৃশ্য হওয়া; ভইলেসি (ভইল+এসি প্রথম পুরুষ বিভক্তি); বাপ > বপ্র, চাষের জমি; সংঘারা > সংহার।


পদ সংখ্যা: ৪৮, লুপ্ত। পুথিতে ৬৫-র পর ৬৬ সংখ্যক পৃষ্ঠাটি লুপ্ত। তাই ৪৭ সংখ্যক গানের চতুর্থ পদের টীকার অংশ থেকে শুরু করে ৪৮ সংখ্যক চর্যার সম্পূর্ণ অংশ পাওয়া যায়নি। ৬৫ সংখ্যক পৃষ্ঠায় ৪৮ সংখ্যক চর্যার চতুর্থ পদের টীকার শেষ অংশটি পাওয়া যায় যেখান থেকে জানা যায় রচয়িতা কুক্কুরীপাদ প্রবোধচন্দ্র বাগচী তিব্বতী অনুবাদ থেকে এই গানটির সংস্কৃত অনুবাদ করেন।



৩। বিরুআপাদ

[বিরুআপাদ ছিলেন বজ্রযগিনীর সাধক। তারানাথের গ্রন্থে তাঁর মদ্যপানাসক্তি ও শুণ্ডিনীর সঙ্গে যোগাযোগের উল্লেখ পাওয়া যায়। তাঞ্জুর তালিকায় তাঁকে ‘আচার্য’, ‘মহাচার্য’, ‘যোগীশ্বর’ প্রভৃতি বলে সম্বোধন করা হয়েছে। তাঁর রচিত ‘গীতিকা’, ‘কর্ম চণ্ডালিকা দোহাকোষ গীতি’ প্রভৃতির উল্লেখ পাওয়া যায়। সাধক রূপে তিনি প্রসিদ্ধ ছিলেন।]


পদ সংখ্যা: ৩, রাগ- গবড়া। এক সে শুণ্ডিনী দুই ঘরে সান্ধঅ। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) সহজে থিরকেরি বারুণি সান্ধ।
                  জেঁ অজরামর হোই দিঢ় কান্ধঃ।।

উল্লেখযোগ্য শব্দ: শুণ্ডিনী- শুঁড়ি বউ, গুঢ় অর্থ অবধূতিকা; চীঅণ- সুপারি, দশমি দূআরত- দশমী দ্বারে, পারিভাষিক শব্দ; গরাহক (<গ্রাহক, স্বরভক্তি, অর্ধতৎসম)।


৪। গুণ্ডরীপাদ বা গুডরীপাদ  

[Grunwedel-কৃত সিদ্ধাচার্যের তালিকায় নাম থাকলেও তাঞ্জুর তালিকায় নাম নেই। বিনয়শ্রীর সিদ্ধবন্দনাতেও কবির নাম পাওয়া যায়।]


পদ সংখ্যা: , রাগ- অরু। তিঅড্ডা চাপী জোইণি দে অঙ্কবালী। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) সাসু ঘরে ঘালি কোঞ্চা তাল।

উল্লেখযোগ্য শব্দ: তিঅড্ডা- বাচ্যার্থ ত্রিকোণ, পারিভাষিক অর্থ ললনা-রসনা-অবধূতী নাড়িত্রয়; ঘাণ্টে (ঘাণ্ট+এ করণ-অধিকরণ বিভক্তি); ওড়িআণে-উড্ডীয়ানে, মহাসুখচক্রে।


৫। চাটিলপাদ

[তারানাথের বিবরণ বা তাঞ্জুর তালিকায় চাটিলপাদের নাম নেই। ড. সুকুমার সেনের মতে পদটি চাটিলপাদের কোনও শিষ্যের রচনা।]


পদ সংখ্যা: , রাগ- গুজ্জরী। ভবণই গহণ গম্ভীরা বেগেঁ বাহী। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) দুআন্তে চিখিল মাঝেঁন থাহী।

উল্লেখযোগ্য শব্দ: চিখিল (<অবহট্‌ঠ চিখিল্ল, কর্দমাক্ত); সাঙ্কম- সাঁকো।



৬। ভুসুকুপাদ

[ভুসুকুপাদ একজন শক্তিশালী কবি। ড. সুকুমার সেনের মতে ভুসুকু বেশ অর্বাচীন কবি। আচার্য হরপ্রসাদ শাস্ত্রী বৌদ্ধ গান ও দোহার মুখবন্ধে ‘শিক্ষা সমুচ্চয়’ ও ‘বৌদ্ধিচর্যাবতার’ নামক গ্রন্থের রচয়িতা হিসেবে শান্তিদেবের পরিচয় দিয়েছেন। অধ্যাপক জাহ্নবী কুমার চক্রবর্তীর মধ্যে শান্তিদেব, রাউতুভুসুকু আসলে একই ব্যক্তি।]



পদ সংখ্যা: , রাগ- পটমঞ্জরী। কাহেরে ঘিণি মেলি অচ্ছহু কীস। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) অপণা মাংসে হরিণা বৈরী।  আ) তিণ ন চ্ছুপই হরিণা পিবই না পাণী।

উল্লেখযোগ্য শব্দ: কাহেরে (কাহ+এরে, কর্মবিভক্তি); মেলি- ত্যাগ করে।



পদ সংখ্যা: ২১, রাগ- বরাড়ী। নিসিঅ অন্ধারী মুসার চারা। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) চঞ্চল মুসা কলিআঁ নাশক থাতী।

উল্লেখযোগ্য শব্দ: চারা- চলাফেরা (ক্রিয়াপদ নয়, বিশেষ্যপদ); ভখঅ (ভক্ষ্‌ ধাতু থেকে আগত); অবণাগবণা- আনাগোনা; ফিটঅ (সংস্কৃত স্ফট্‌ থেকে আগত); ইঁদুরের রূপক আছে পদটিতে


পদ সংখ্যা: ২৩ (অসম্পূর্ণ), রাগ- বরাড়ী। জই তুম্‌হে ভুসুকু অহেরি জাইবে মারিহসি পঞ্চজণা। ইত্যাদি।
উল্লেখযোগ্য শব্দ: পসরিউ (প্রসরিত > পসরিঅ > পসরিউ); হরিণ শিকার অ নলিনীবনের প্রসঙ্গ আছে পদটিতে।


পদ সংখ্যা: ২৭, রাগ- কমোদ। অধরাতি ভর কমল বিকসউ। ইত্যাদি।
গুরুত্বপূর্ণ চরণ- অ) কমলিনি কমল বহই পণালেঁ।
উল্লেখযোগ্য শব্দ: বতিস- বত্রিশ; বিকসউ- বিকশিত; গঊ (< গত); পণালেঁ- মৃণাল।


পদ সংখ্যা: ৩০, রাগ- মন্নারী*করুণ মেহ নিরন্তর ফরিআ। ইত্যাদি।
*মল্লারী

গুরুত্বপূর্ণ চরণ- অ) বিসঅ বিশুদ্ধিঁ মই বুজঝিঅ আনন্দে।
                  গঅণহ জিম উজোলি চান্দে।।

উল্লেখযোগ্য শব্দ: মেহ (< মেঘ); ফরিআ (< স্ফুরিত); অদ্‌ভুআ (< অদ্ভুত, স্বরভক্তি, অর্ধতৎসম); ইন্দিআল (ইন্দ্রিয়জাল > ইন্দিঅআল > ইন্দিআল, মধ্যস্বরলোপ); নিহুরে- নিভৃত; জোই (< যোগী)।


পদ সংখ্যা: ৪১, রাগ- কহ্ন গুংজরী আইএ অণূঅনা এ জগরে ভাংতিএঁ সো পড়িহাইঁ। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) রাজসাপ দেখি জো চমকিই সাচে কিঁ কঁ বোড়ো খাই।

উল্লেখযোগ্য শব্দ: আইএ- আদি (আই+এ অধিকরণবিভক্তি); অণুঅনা- অনুৎপন্ন; ভাংতিএ (করণ-অধিকরণ বিভক্তি); রাজসাপ (<রজ্জুসর্প); চমকিই (চমৎকৃত > চমক্কিঅ > চমকিঅ > চমকিই, স্বরসঙ্গতি); রাউতু (রাজপুত্র > রাঅউত্ত > রাউত > রাউতু, স্বরসঙ্গতি)।


পদ সংখ্যা: ৪৩, রাগ- গঙ্গান। সহজ মহাতরু স্ফরিঅ এ তেলোএ। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) জিম জলে পাণিআ টলিআ ভেড ন জাঅ।
                  তিন মণরঅনা রে সমরসে গঅণ সমাঅ।।

উল্লেখযোগ্য শব্দ: ফরিঅ (ফরিঅ > স্ফুরিত); পাণিআ (পাণিআ < পানীয়)।


পদ সংখ্যা: ৪৯, রাগ- মল্লারী। বাজণাব পাডী পঁউআ খালেঁ বাহিউ। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) আজি *ভূসু বঙ্গালী ভইলী।
                  ণিঅ ঘরণী চণ্ডালী লেলী।।
*ভুসুকু

উল্লেখযোগ্য শব্দ: ণাব পাডী- নৌবহর; বঙ্গালী (বঙ্গাল+ঈ স্ত্রী প্রত্যয়) - পতিত; সোণ– শূন্য, সোনা; রুঅ– রূপ, রূপা; কিম্পি (< কিমপি, মধ্যস্বরলোপ); চউকোড়ি- চতুষ্কোটি।



৭। কাহ্নপাদ

[চর্যাগীতিতে সবথেকে বেশি গান আছে কাহ্নপাদ বা কৃষ্ণপাদেরচর্যা সঙ্কলনে তাঁর গানের সংখ্যা ১৩ (২৪ সংখ্যক গানটি লুপ্ত সেই হিসেবে প্রাপ্ত গানের সংখ্যা ১২)। ড. সুকুমার সেন চর্যাগীতিতে দু’জন কাহ্নর উপস্থিতি অনুমান করেছেন। তাঁর মতে ১০, ১১, ১৮, ১৯, ৩৬, ৪২ সংখ্যক গানের রচয়িতা জালন্ধরীপাদের শিষ্য তান্ত্রিক যোগী কাহ্ন; ৭, ৯, ১২, ১৩, ৪০, ৪৫ গানের রচয়িতা অপর কাহ্ন। কাহ্নপাদ প্রথমে সিদ্ধাচার্য বিরূপ বা বিরুপার শিষ্য ছিলেন, পরে জালন্ধরীপাদের শিষ্য হন।]


পদ সংখ্যা: , রাগ- পটমঞ্জরী। আলিএঁ কালীএঁ বাট রুন্ধেলা। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) জে জে আইলা তে তে গেলা।

উল্লেখযোগ্য শব্দ: ণিয়ড়ি- নিকট (অধিকরণ বিভক্তি); বট্টই (<বর্ত্ততে); পইসই (<প্রবিশতি)।


পদ সংখ্যা: , রাগ- পটমঞ্জরী। এবংকার দৃঢ় বাখোড় মোড্ডিউ। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) জিম জিম করিণা করিণিরেঁ রিসঅ।
তিম তিম তথতা মঅগল বারিসঅ।।

উল্লেখযোগ্য শব্দ: বাখোড়- হাতি বাঁধার স্তম্ভদ্বয়; মোড্ডিউ (<মর্দিত); বিবিহ (<বিবিধ); বিআপক- ব্যাপক; নিবিতা (<নিবৃত); রিসঅ- মূল অর্থ আঘাত করা, এখানে প্রেম বা মিলনের সময় পারস্পরিক আক্রমণ অর্থে ব্যবহৃত; মঅগল (<মদকল); বলাগ (<বালাগ্র) কেশের অগ্রভাগ; দম- দমন করা।


পদ সংখ্যা: ১০, রাগ- দেশাখ। নগর বাহিরি রেঁ ডোম্বি তোহোরি কুড়িআ। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) এক সো পদুমা চৌসঠঠী পাখুড়ী।
তহিঁ চড়ি নাচঅ ডোম্বী বাপুড়ী।।

উল্লেখযোগ্য শব্দ: কহ্ন (<কাহ্ন); কাপালি (<কাপালিক); জোই (<যোগী); পদুমা- পদ্ম; বাপুড়ী- বহুরূপী।


পদ সংখ্যা: ১১, রাগ- পটমঞ্জরী। নাড়ি শক্তি দিঢ় ধরিঅ খন্দে। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) রবি শশি কুণ্ডল কিউ আভরণে।

উল্লেখযোগ্য শব্দ: অনহা (<অনাহত); বাজএ (<বাদ্যতে); বিহরএ (<বিহরতে); নেউর (<নূপুর); সাসু- দ্ব্যর্থক শব্দ, শাশুড়ি ও শ্বাস।


পদ সংখ্যা: ১২, রাগ- ভৈরবী। করুণা পিহাড়ি খেলহুঁ নয়বল। ইত্যাদি।
*দাবা খেলার প্রসঙ্গ।

উল্লেখযোগ্য শব্দ: পিহাড়ি- পিঁড়ি বা ছক করে; নয়বল- নববল, সহজানন্দ; জিতেল (জিত+এল অতীতবাচক বিভক্তি); উআরি- দাবা খেলায় যিনি পাঠ বলে দেন; ণিঅড়- নিকট; বড়িআ- বটিকা।

 
পদ সংখ্যা: ১৩, রাগ- কামোদ। তি শরণ ণাবী কিঅ অঠ কুমারী। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) পঞ্চ তথাগত কিঅ কেড়ুআল।
*নৌকা চালানোর প্রসঙ্গ।

উল্লেখযোগ্য শব্দ: তিশরণ- (<ত্রিশরণ) বুদ্ধ, ধর্ম ও সংঘ এই তিনের আশ্রয়; অঠ কুমারী (আট কুমারী); পঞ্চ তথাগত- পঞ্চ ধ্যানী বুদ্ধ; পরসরস- স্পর্শ রস; কণ্ডহার (<কর্ণধার)।


পদ সংখ্যা: ১৮, রাগ- গউড়া। তিণি ভূঅণ মই বাহিঅ হেলেঁ। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) অন্তে কুলিণ জন মাঝেঁ কাবালী।

উল্লেখযোগ্য শব্দ: সুতেলি (সুতেল+ই উত্তমপুরুষ বিভক্তি); কইসণি (কইসণ+ই স্ত্রী প্রত্যয়); ভাভরিআলী (বর্বরিক শব্দ থেকে উৎপন্ন, অর্থ কুটিলকুন্তল); টলিউ- টলিত; তু- নিশ্চয়ার্থক অব্যয়।


পদ সংখ্যা: ১৯, রাগ- ভৈরবী। ভব নিব্বাণে পণ্ডহ মাদলা। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) ডোম্বি বিবাহিআ অহারিউ জাম।
জউতুকে কিঅ আনুতু ধাম।।

উল্লেখযোগ্য শব্দ: করণ্ড- বাদ্যযন্ত্র, ঢোল; কসালা- কাঁসি বা করতাল; উচ্ছলিআঁ (স্বতোনাসিক্যিভবন); জাম (<জন্ম); আণুতু (<অনুত্তর); ধাম (<ধর্ম); অহিণিশি (<অহর্নিশ); রএণি (রজনী> রঅণি> রএণি, স্বরসঙ্গতি); পোহাঅ- প্রভাত।


পদ সংখ্যা: ২৪, লুপ্ত।


পদ সংখ্যা: ৩৬, রাগ- পটমঞ্জরী। সুণ বাহ তথতা পহারী। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) স্বপনে মই দেখিল তিহুবণ সুণ।
                  ঘোরিঅ অবণাগমণ বিহুন।।

উল্লেখযোগ্য শব্দ: চেঅণ (<চেতন); বেঅণ (<বেদন); শাখি- সাক্ষী।


পদ সংখ্যা: ৪০, রাগ- মালসী গবুড়া। জো মণগোএর আলাজালা। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) যে তই বোলো তেতবি টাল।
                  গুরু বোব সে সীস কাল।।

উল্লেখযোগ্য শব্দ: আলাজালা (<আলজাল, স্বরসঙ্গতি); পোথা- পুস্তক; টন্টা- মিথ্যা; জাঅ- জাতি; টাল- ভুল বা ভ্রান্তি।


পদ সংখ্যা: ৪২, রাগ- কামোদ। চিঅ সহজে শূণ সংপুন্না। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) মূঢ়া দিঠনাঠ দেখি কাঅর।
ভাগতরঙ্গ কি সোষই সাঅর।।

উল্লেখযোগ্য শব্দ: সংপুন্না- সম্পূর্ণ; বিসন্না (<বিষন্ন, অর্ধতৎসম); দিঠ- দৃষ্ট; কাঅর- কাতর; সাঅর- সাগর; এসু (এ+সু অধিকরণ বিভক্তি)।


পদ সংখ্যা: ৪৫, রাগ- মল্লারী। মণ তরু পাঞ্চ ইন্দি তসু সাহা। ইত্যাদি।

গুরুত্বপূর্ণ চরণ- অ) সুণ তরুবর গঅণ কুঠার।
                  ছেবহ সো তরুমূল ন ডাল।।

উল্লেখযোগ্য শব্দ: ইন্দি (<ইন্দ্রিয়, অর্ধতৎসম); তসু (<তস্য); সাহা (<শাখা); ছিজঅ (<ছিদ্যতে); উইজঅ (<উৎপদ্যতে); বাঢ়ই (<বর্দ্ধতে); ছেব (ছেদ > ছেঅ > ছেব, ব-শ্রুতি); পড়িআঁ- পতিত।

Our official facebook page: https://m.facebook.com/banglanetset

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot