আমার জীবন
রাসসুন্দরী দাসী রচিত 'আমার জীবন' গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম স্বরচিত আত্মজীবনী। একজন নিরক্ষর মহিলা যার সারাজীবন কেটেছে সন্তান লালন-পালনে। তিনি ১২টি সন্তানের জন্ম দিয়ে, তাদের লালন-পালন করে, সংসারের দায়িত্ব পালন করে নিজের চেষ্টায় কারও সাহায্য ছাড়াই লেখাপড়া শেখেন। এই গ্রন্থে তিনি তাঁর এই জীবন সংগ্রামের কথা বলেছেন। আরও জানার জন্য ভিডিওটি দেখুন।
No comments:
Post a Comment